বগুড়া সংবাদ:গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর বিএনপির আয়োজনে শান্তি, সম্প্রীতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির কার্যালয় থেকে একটি শান্তি, সম্প্রীতি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এসে রেলগেটে গোল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির উপদেষ্টা ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুবদলের যুগ্ন আহবায়ক শাহাজান আলম স্বপন, মাহমুদুল আলম, যুবদল নেতা জুয়েল হোসেন, রুবেল হোসেন, রাশেদ হোসেন, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আবিদ হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, কৃষক দলের সভাপতি আকরবর আলী মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শ্রমিক নেতা মান্নান হোসেন, মাসুদ রানা, শামসুদ্দিন শেখ গল্টু, মোয়াজ্জেম হোসেন বডি, আফতাব হোসেন, আতোয়ার রহমান রিপু, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক রোকনুউদ্দিন ফিরোজ, তাঁতী দলের জবা হোসেন, জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম প্রমুখ।
Check Also
বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি
বগুড়া সংবাদ: বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। ট্রাকের …