বগুড়া সংবাদ : সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় রোববার ও সোমবার বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়নের ১ হাজার ৮”শ ৩৮ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্দী ভাতার উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশন করা হয়েছে। লাইফ ভেরিফিকেশন করেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, ইউ পি সচিব মো. জাকির হোসেন, ইউ পি সদস্য মুনজিলা বেগম, আব্দুল হান্নান, মুনজুরুল হক, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, ওবাইদুর রহমান, আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা অফিসের পি এম রোস্তম আলী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল হান্নান সহ অন্যান্য ইউ পি সদস্যবৃন্দ ও উপজেলা সমাজসেবা অফিসের nকর্মচারীবৃন্দ।
Check Also
(শোক সংবাদ) সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের ইন্তেকাল
বগুড়া সংবাদ: বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের হঠাৎ অসুস্থ্য …