বগুড়া সংবাদ : বগুড়ায় শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে পালিয়েছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আবু সাইম জাহান। গত রবিবার (১১ আগস্ট) বিকেল ৫টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর বিকেল ৫টার পর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান। সোমবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউট এর সমন্বয়ক খোরশেদ রেজা। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কর্তন, দুইটি ফৌজদারী মামলা গোপন রেখে চাকরিতে যোগদান সহ আরো নানা অভিযোগ রয়েছে।’ তিনি আরও জানান, এসব অভিযোগ ছাড়াও, শিক্ষার্থীরা তাদের সাধারণ দাবি দাওয়া নিয়ে কথা বলতে গেলেও তাদের নাম লিখে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন আবু সাইম জাহান।এ্ররই প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির মুখে সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘অধ্যক্ষ আবু সাইম জাহান কর্মস্থল ত্যাগ করেছেন মর্মে একটি চিঠি আমাকে দিয়ে চলে গেছেন।’এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানের সাথে যোগাযোগ করা হলে তোর ফোন বন্ধ পাওয়া গেছে।
Check Also
সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …