

বগুড়া সংবাদ : বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু পদত্যাগ করেছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে পদত্যাগের ব্যাপারে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে শাহাদৎ আলম ঝুনু পদত্যাগ করেছেন। আমরা এখন মিটিংয়ে আছি। এর ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।’
এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য জানতে চাইলে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোন সাড়া দেন নি।
এর আগে, শনিবার সকালে প্রতিষ্ঠান প্রধান শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগ দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা