সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় লাখো মানুষের ঢল ও বিজয় মিছিল

বগুড়া সংবাদ :   বগুড়া শহরের রাস্তায় নেমে এসেছেন লাখো মানুষ। আজ সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে বেলা দুইটার পর শহরের প্রাণকেন্দ্র সাতমাথাকে ঘিরে সব কটি রাস্তায় মিছিল নিয়ে লাখো ছাত্র-জনতার ঢল নামে।

মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সাতমাথা-শেরপুর সড়ক, সাতমাথা থেকে সার্কিট হাউস মোড় হয়ে নওয়াববাড়ি সড়ক ও সার্কিট হাউস থেকে জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়ক। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের বেশ কিছু গাড়ি দেখে মিছিলকারীরা সেনাসদস্যদের স্যালুট দিয়ে ও হাত নাড়িয়ে ধন্যবাদ জানান।

এর আগে বেলা দুইটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলে খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। সেনাবাহিনী সেই সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্যধারণের অনুরোধ করে।

এরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। শহরের রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র-জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনতা শহরের রাস্তায় নেমে আসেন। তাঁরা বিজয়মিছিলে উল্লাস করেন। শহরের রাস্তায় লাখো মানুষের উল্লাস চলছিল।

Check Also

কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *