বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ৮দিন পার হলেও সেই বগি উদ্ধার করতে পারে নাই রেলওয়ে। গত বুধবার (১৭ জুলাই) রাতে সান্তাহার জংশন স্টেশনে একটি মালবাহি ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
জানা যায়, জংশন স্টেশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকায় একটি মালবাহী ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি রেল-লাইনের শেষ সীমানা অতিক্রম করে রেল-লাইনের বাহিরে মাটিতে পড়ে য়ায়। কোঠা বিরোধী আন্দলোনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ও রেল পথটি বিকল্প লাইনে ট্রেনের সান্টিং করার কারনে বগিটি ৮ দিনেও উদ্ধার করে নাই রেলওয়ে কতৃপক্ষ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী (ক্যারেজ) সোহেল হোসেন বলেন, মালবাহি একটি ট্রেন বিকল্প রেল লাইনে সান্টিং করার সময় ট্রেনের একটি বগি ৮ দিন আগে লাইনচ্যুত হয়। বিকল্প লাইন হওয়ায় অনান্য ট্রেন চলাচলে সমস্যা হবে না। আর রিলিফ ট্রেন পাকশি থেকে আশা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।