সর্বশেষ সংবাদ ::

রণক্ষেত্রে পরিণত হয়েছে বগুড়া, শহরে পুলিশের সাথে চলছে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

রণক্ষেত্রে পরিণত হয়েছে বগুড়া, শহরে পুলিশের সাথে চলছে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া সংবাদ :  বগুড়া শহরে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে চলা এই সংঘর্ষ সাতমাথা থেকে ছড়িয়ে পড়েছে আশেপাশের রাস্তাগুলোতেও। আজ সকাল সাড়ে ১০টার পর থেকে আজিজুল হক কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপী পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং শতাধিক টিয়ারশেল ও অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত ও দু’জনকে গ্রেফতার করা হয়।

এরপর সাতমাথায় অবস্থান নিতে আন্দোলনকারীরা বিভিন্ন দিক থেকে সেখানে জড়ো হতে থাকে। তবে পুলিশ সাতমাথায় কাউকে অবস্থান নিতে দিচ্ছে না। সবগুলো রাস্তাতেই পুলিশ আন্দোলনকারীদের হটিয়ে দিতে টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনকারীরা প্রতিটি সড়কে অবস্থান নিয়ে পুলিশের মুখোমুখি হয়। পরে এক সময় তারা সাতমাথায় অবস্থান নেয়। পরে পুলিশ ব্যাপক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সরিয়ে আবারও সাতমাথা খালি করে দেয়। আন্দোলনকারীরা সাতমাথায় অবস্থান নিতে প্রতিটি সড়কে অবস্থান করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা। টিয়ারশেলে ধোঁয়ায় আচ্ছন শহরের অলিগলি। থমথমে পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। সাতমাতা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *