বগুড়া সংবাদ :আবারো বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জুন-২৪ পুরস্কার পেলেন গাবতলী মডেল থানার এসআই মোঃ আব্দুল কুদ্দুস। ১৬ই জুলাই মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নগদঅর্থ ও ১টি সম্মাননা স্মারক (ক্রেস) শ্রেষ্ঠ এসআই আব্দুল কুদ্দুস এর হাতে তুলে দেন নবাগত বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান (পিপিএম)। গাবতলী উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে অবদান রাখায় তিনি পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পেয়েছেন। ইতিপূর্বেও তিনি একাধিকবার জেলা পুলিশ ও গাবতলী মডেল থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন। পেয়েছেন সম্মাননা স্মারক (ক্রেস) এবং নগদঅর্থ। এসআই আব্দুল কুদ্দুস গাবতলীর কাগইল ইউনিয়নে বীড অফিসার হিসাবে দায়িত্বে রয়েছেন।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …