বগুড়া সংবাদ : বগুড়ার উপশহর এলাকার খেলার মাঠ রক্ষার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপশহর বাজার এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। সম্প্রতি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উপশহর এলাকার এই খেলার মাঠকে ১১ টি বাণিজ্যিক প্লট আকারে বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে।
বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ তহমিনা হায়দার, স্থানীয় বাসিন্দা জাকারিয়া শেখ জাস্টিস, আনোয়ারুল ইসলাম, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, সাংবাদিক জুম্মান সাদিক জ্যাভলিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০০৭ সালে প্রথম এই খেলার মাঠকে প্লট আকারে বরাদ্দের ঘোষণা দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। সে সময় এলাকাবাসীর প্রতিবাদের মুখে তা বন্ধ হয়। সম্প্রতি গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় ভূমিদস্যুরা যোগসাজস করে আবারো এই মাঠে প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছেন।এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে আশপাশের পাঁচ বর্গ কিলোমিটার এলাকার শিশু-কিশোরদের একমাত্র এই খেলার মাঠটি হারিয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই মাঠে প্লট বরাদ্দের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা। পরে এলাকাবাসী উপশহর খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিলও করেন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …