বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় ৩৮ জন গোন্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ফুল, আম গাছের চারা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য পেিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), আছমা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ।
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …