সর্বশেষ সংবাদ ::

কাহালুতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাহালুতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া সংবাদ :সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৬”শ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), আছমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান, বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Check Also

এদেশের ছাত্র-জনতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করায় হাসিনা দেশ থেকে পালিয়েছে -জাকির

বগুড় সংবাদ :  উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি একেএম আহসানুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *