সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া সংবাদ :  বগুড়ায় পুকুরের পানিতে ডুবে জাহিদ হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে শহরের উপশহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটনা ঘটে ৷  নিহত জাহিদ হাসান (১২)  শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরের ১২টার দিকে উপশহরের ১০তলা ভবনের পাশের পুকুরের পানিতে গোসলে নেমে এক শিশু ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মে. জালাল উদ্দিন।পুলিশের এই কর্মকর্তা জানান,অভিযোগ  না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় শহর জামায়াতের দাওয়াতি গণসংযোগ

বগুড়া সংবাদ : দাওয়াতী পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ফুলতলা বাজার এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *