বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে মিথ্যা, বানোয়াট ও বিভ্রাান্তকর সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে চারমাথাস্থ ডাঃ কোহিনুর কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করেন দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক ও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে এবং যার কারণে সামাজিক নানা বিপদ আপদে সুখ দুঃখে মানুষ আমার কাছে আসে এবং আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করি।
কাহালু এই জনপদ জামায়াত-শিবির-বিএনপি অধ্যষিত হওয়ার কারণে আমার ব্যক্তি সাফল্যের কারণে জামায়াত-শিবিরের কিছু গোষ্ঠী ও মানুষ আমার পেছনে চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতার গত বৃহস্পতিবার রাত ১২.০০ টার পর থেকে ইয়থ টিভি নামে লাইসেন্স বিহিন ব্যক্তি কেন্দ্রীক সামাজিক প্রচার মাধ্যম যার প্রোপাইটার একজন জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ত, যার প্রয়াত বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার দাদা ১৯৭১ সালে স্বীকৃত রাজাকার রমজান আলী। উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই, চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন বগুড়া আগমনের সময় খাবারের দায়িত্বে থাকা এই ইয়থ টিভির পরিচালক আশি হাজার টাকার বিরিয়ানির বিল না দিয়েই সকল অর্থ আত্মসাৎ করায় এবং চেক জালিয়াতির কারণে একটি নিরীহ ছেলে চাকরিচ্যুত হয়েছে। পশ্চিম বগুড়ার শান্ত ও সহজ-সরল মানুষের যে জনভূমি কাহালু উপজেলার নানা শ্রেণি পেশার মানুষকে ভীতকর ও অপরাধ প্রবনতার
দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ, কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের নামে ভয়ংকর বিভ্রান্তমূলক তথ্য জনগণের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্যের পরিপন্থি। আমাদের নেত্রী, আমাদের প্রশাসন সকল অপরাধ যেমন কিশোর গ্যাঙ, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক সকল অন্যায়ের বিরুদ্ধে এবং জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং আমরা বিভিন্নভাবে জনগণকে সচেতন ও সোচ্চার থেকে কাজ করার চেষ্টা করছি এবং জনগণকে সভা সমাবেশ ও নানাভাবে আমরা সচেতনতা করার চেষ্টা করছি। যার ফল ইতিমধ্যে আমরা পাচ্ছি। তৃতীয় কোন ধারা বা আওয়ামী বিরোধী জামায়াত-শিবির ও
বিএনপির প্রেতাত্মা হয়ে আমাদের সকল উন্নয়নের অগ্রগতি ও এলাকার বিশেষ জননেত্রীবৃন্দকে হেয় প্রতিপন্ন ও সরকারেরভাবমূর্তি বিনষ্ট করার ঘৃণ অপচেষ্টায় লিপ্ত হয়ে কাহালু ইয়থ
টিভি নামে লাইসেন্স বিহীন ব্যক্তি স্বার্থে পরিচালিত চ্যানেল ধারাবাহিক অপসংবাদ প্রচার শুরু করেছে। আমরা আরো লক্ষ্য করলাম, কলেজ পড়–য়া ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে বিভিন্ন আইডি থেকে তাদের ছবি ইডিটিং করে বিভিন্ন এলাকার দু’চারটি ছেলেদের কিশোর গ্যাঙ এর লিডার বানিয়ে দিয়ে তাদেরকে অপরাধের দিকে
ঠেলে দিচ্ছে। রাজনৈতিক এবং সামাজিক কারণে এলাকার অনেক মানুষের সাথে যোগাযোগ থাকার ফলশ্রুতিতে শত প্রতিকুলতার অবস্থার মধ্যে মানুষের প্রতি আমাদের একটি সহমর্মিতা অব্যহত থাকে। এমনি ইয়থ টিভির পরিচালক নানা ছলছুতই তারা আমার সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করে। কখনো কখনো অন্যায় এবং অবৈধ
আবদার ও চাঁদা দাবি করে। তেমন এক চ্যানেল ইয়থ টিভি। গত উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে আমি এবং আমার প্রার্থীকে হাইলাইটস করার নামে অর্থ দাবী করে। যা আমি তৎক্ষনাতভাবে প্রত্যাখ্যান করি। তখনই আমাকে বলা হয় ‘আপনি এবং আপনার দলকে হেয় করা আমার সময়ে ব্যাপার’। তারই ফলশ্রুতিতে লক্ষ্য করলাম কাহালু কিশোর গ্যাঙ
নামে ১৬-১৭টি গ্রুপের নাম উল্লেখ করে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন নামে ৭জনের নামে একটি কিশোর গ্যাঙ পরিচালনা করি। যে সংবাদ এবং তথ্য সম্পূর্ণভাবে অসত্য এবং মিথ্যা। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমি কাহালু উপজেলার সকল শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন জানাবো যে, এই রকম ভূয়া বানোয়াট ব্যক্তি স্বার্থ
চরিতার্থ করার যে সংবাদ ইয়থ চ্যানেল প্রচার করছে তা কাহালু শান্তিপূর্ণ জনগণ বিভ্রান্ত হবেন না এবং বিশ্বাস করবেন না। পরিশেষে, সকল উপস্থিত সাংবাদিকবৃন্দকে দূর্গাপুর ইউনিয়ন
আওয়ামীলীগের পক্ষ থেকে এবং কাহালু উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে
সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করছি। এ ব্যাপারে ইয়থ টিভির পরিচালক সামছুল আলম (জনি) এর সাথে কথা বলা হলে তিনি সংবাদ পরিবেশনের কথা নিশ্চিত করলেও টাকা
চাঁদা দাবীর বিষয়ে অস্বীকার করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, বদরুজ্জামান খান বদের, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, যুব বিষয়ক সম্পাদক নয়ন তালুকদার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, উপজেলা যুব মহিলা লীগের
সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস, কলেজ ছাত্রলীগনেতা গোলাম আজম সহ আ.লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Check Also
পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক
বগুড়া সংবাদ:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী …