বগুড়া সংবাদ : আদিবাসীদের জন্য ভিজিএফ, ভিজিডি কার্ড ও সাংবিধানিক স্বীকৃতিসহ ৯দফা দাবিতে বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার বেলা ১২টায় শহরের সাতমাথায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ জেলার সভাপতি সন্তোষ শিং। বক্তব্য
রাখেন বাসদ জেলার সদস্য সচিব দিলরুবা নূরী, জাতীয় আদিবাসী পরিষদ জেলার সহ-সভাপতি শ্রী যুগেশ শিং, শেরপুর উপজেলার আহ্বায়ক স্বপন শিং, নন্দিগ্রাম
উপজেলার সভাপতি গৌতম মাহাতো, জেলার সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ মালো, সারিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত মালো, গাবতলী উপজেলার সভাপতি
প্রভাত মালো, ধুনট উপজেলার সদস্য সচিব পলাশ বাগদি, শেরপুর উপজেলার উপদেষ্টা রাশেদুল ইসলাম, ববিতা রানী, ঊষা রানী, চন্দনা রানী, লাবনী রানী, বিপ্লব বর্মন প্রমুখ। সঞ্চালনা করেন শেরপুর উপজেলার সদস্য সচিব হীরালাল শিং। সমাবেশে বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা দীর্ঘদিন যাবৎ সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। সেইসাথে সকল আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানসহ ৯ দফা দাবি করে আসছে। কিন্তু সেসব বাস্তবায়ন করতে হলে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা জরুরী। আদিবাসীদের ভূমি, আবাসন, শিক্ষা, চিকৎসা নিশ্চিত করতে হলে বাজেটে বিশে বরাদ্দ থাকতে হবে। সমাবেশে সমতল ভূমির আদিবাসীদের জন্য ভিজিএফ, ভিজিডি কার্ড, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, আবাসন নির্মাণ অন্তর্ভুক্তিসহ ৭০০শ কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি জানায়।
Check Also
আদমদীঘিতে নাশকতা মামলায় চার সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার- ৭
বগুড়া সংবাদ: ফাসিষ্ট আওয়ামী সরকারের তৎকালীন সময়ে বগুড়ার আদমদীঘি উপজেলায় দুটি নাশকতা মামলার পরিকল্পনাকারী ও …