সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার-বীজ বিতরন

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘিতে কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র  কৃষকদের মাঝে রোপ আমন ধানের উফসী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনার আওতায় প্রায় এগার শত কৃষককে বিনামূল্যে সার-বীজ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অফিকারী, প্রানী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, আব্দুস সালাম, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম সহ কৃষি ফিসের ব্লক সংশ্লিষ্ঠ উপ-সহকারীবৃন্দ।

Check Also

সোনাতলায় অগ্নিকান্ডে দুইলাখ টাকার সম্পদ পুড়ে ভস্মিভূত

বগুড়া সংবাদ : সোনাতলা পৌরসভাধীন গড়ফতেপুর গ্রামে গত মঙ্গলবার রাত ১১টায় একটি পরিবারের বাড়ি-ঘরে অগ্নিকান্ডে প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *