বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসকের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালচনা ও করনীয় বিষয়ক অর্ধ- বার্ষিক সমন্বয় সভা মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলার স্হানীয় সরকার শাখার উপ পরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস, স্হানীয় সরকার শাখার সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বগুড়ার ম্যানেজার আহসান হাবীব নয়ন। বক্তারা বলেন, বর্তমান সরকার গ্রাম আদালত কার্যকরী করতে বদ্ধ পরিকর। উচ্চতর আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতের কোন বিকল্প নেই। এই কারনে ইউপি সচিবদের আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। সেই সাথে গ্রাম আদালতের এখতিয়ার ভূক্ত মামলা ইউনিয়ন পরিষদে আসলে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। সভায় গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায়ে বগুড়ার সকল উপজেলার সমন্বয় কারী,ইউপি সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …