

বগুড়া সংবাদ : ২০২৪-২০২৫ অর্থবছরে অর্থ মন্ত্রী কর্তৃক ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করলো জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবুর রহমান তবি,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, সময় বিষয়ক সম্পাদক রুহুল মুমিন তারিক,উপদপ্তর সম্পাদক খালিদুজ্জামানের রাজা, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, তাঁতি লীগ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন,জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা,সাধারণ সম্পাদক আল মাইদুল ইসলাম জয়,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাসিমুল বারী সাধারণ সম্পাদক লিটন প্রমুখ।