সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতিকে গঠনতন্ত্র পরিপন্থী ভাবে অব্যহতি দেওয়ার প্রতিবাদে সভা

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নানকে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী ভাবে অব্যহতি দেওয়ার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার পৌর বিএনপির কার্যালয়ে পৌর শ্রমিক দলের আয়োজনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন সরদার গল্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওই কমিটির সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টু, আতাউর রহমান রিকু, লিটন হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বডি, শ্রমিক নেতা আমিরুল ইসলাম, রেজাউল করিম, ফারুক হোসেন, নুরুল ইসলাম দুলালসহ ৭১ সদস্যের মধ্যে ৬৫ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল সান্তাহার পৌর শ্রমিক দলকে বিভাজন করতে কতিপয় নেতা চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থীভাবে সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতির অভিযোগ তোলা হয়। এসব চক্রান্তকারীদের হাত থেকে সংগঠনকে রক্ষা করতে তাঁরা আহবান জানান।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *