সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ধুনট উপজেলায় নির্বাচিত হয়েছেন যারা

বগুড়ার ধুনট উপজেলায় নির্বাচিত হয়েছেন যারা

বগুড়া সংবাদ:   বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহম্মদ আসিফ ইকবাল সনী। তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টি আই এম নুরন্নবী ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ৩৬২ এবং আব্দুল হাই খোকন মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে ধুনট উপজেলা নির্বাহী অফিসার আশিক খান এ ফলাফল ঘোষণা করেন।

ধুনট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ৪৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে ইকবাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে সুলতানা জাহান ৩১ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, ৯০টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ৭৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ।

Check Also

দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *