বগুড়া সংবাদঃ গত ২২ ডিসেম্বর শুক্রবার তরুণদের সঙ্গে দেশের নীতি নির্ধারণী বিষয়ক আলোচনা এবং তারুণ্যের সম্ভাবনা গুলোকে এগিয়ে নেবার লক্ষ্যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিআরআই সূত্র থেকে জানা যায়, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বরাবরই তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে আসছে বর্তমান সরকার। এ কারণেই তরুণদের সঙ্গে আবারো মুখোমুখি আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী। ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের সঙ্গে দেশের ভবিষ্যৎ ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্নপ্রান্তের প্রায় ২৫০ জনের বেশি তরুণ-তরুণী।যেখানে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ গঠনেএগিয়ে আসা তরুণ, চেঞ্জমেকার, ইনফ্লুয়েন্সার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, ট্রান্সজেন্ডারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এ
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই আয়োজনে বগুড়া জেলার আলোকিত সামাজিক সংগঠন আলোর প্রদীপ যুব সংগঠনও সিআরআই থেকে আমন্ত্রণ পায়। সংগঠনের প্রতিনিধি হিসেবে অংশ নেন আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ও সাধারণ সম্পাদক এস এম আহসান কবির। সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল আয়োজন শেষে জানান, “এই আয়োজন আমাদের জন্য একটি স্মরনীয় ও অন্যন্য অভিজ্ঞতা অর্জন। কেননা দেশের প্রধানমন্ত্রী আমাদের নতুন প্রজন্মের কথা শুনেছেন, দেশ গঠনে তরুণ প্রজন্মের মতামত,প্রস্তাবনা সব নোট করেছেন। আমরা আমাদের চাওয়া পাওয়ার কথা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বলতে পেরেছি। শুধু দেশ ও আন্তর্জাতিক বিষয় নয় বরং ব্যক্তি শেখ হাসিনা কেমন সেই অভিজ্ঞতাও হয়েছে। বলতে হচ্ছে সরকার প্রধান হিসেবে নয় বরং পুরো আয়োজনের ব্যক্তি শেখ হাসিনা ছিলেন অসাধারণ ও অন্যন্য”। অনুষ্ঠানটি আগামী ২৮ ডিসেম্বর সম্প্রচার করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের সময়সূচি পরবর্তীতে জানা যাবে সিআরআই ও ইয়াং বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …