সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে ত্রি-মুখী লড়াই সকল প্রস্তুতি সম্পন্ন আগামীকাল ভোট

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার (২৯ মে) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত এই ভোট গ্রহন চলবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রি-মুখী লড়াই শুরু হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু (মটরসাইকেল), জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ (ঘোড়া) এবং উপজেলার চোপীনগর ইউনিয়নের আছির উদ্দিন মোল্লার ছেলে সমাজ সেবক সাদ্দাম হোসেন মোল্লা (দোয়াত কলম)।

চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেও মূলত আওয়ামী লীগের প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, স্বেচ্ছাসেবকলীগের ভিপি সাজেদুর রহমান সাহীন এবং যুবলীগের ভিপি এম সুলতান আহমেদ এই ৩জনের মধ্যেই ত্রি-মুখী লড়াই শুরু হয়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দিতা করছেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ (উড়োজাহাজ), উপজেলা শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার (টিউবওয়েল), উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক (টিয়ে পাখি), উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন (মাইক) এবং মাদলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হেফাজত আরা মিরা (পদ্মফুল), জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না (ফুটবল), সমাজ সেবক পাপিয়া সুলতানা (হাঁস) এবং রওশন আরা বেলুন (কলস)।

রিটার্নিং অফিসার শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম জাকির জানান, উপজেলার মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ এবং হিজরা ভোটার ২ জন। উপজেলার মোট ৭২টি ভোট কেন্দ্রের ৬শ’ ১৯টি বুথে আগামীকাল বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সামগ্রীসহ দায়িত্বপ্রাপ্তগণ পৌঁছে গেছেন। নির্বাচন অবাধ সুষ্ঠ করতে প্রয়োজন সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সদাপ্রস্তুত রয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সার্বক্ষনিক মাঠে থাকবেন।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *