বগুড়া সংবাদ : বগুড়ায় ২৪ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদ কার্যালয়ে চর্চা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা সাহিত্যের দুই দিকপাল বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, স্বপ্তস্বর শিল্পী গোষ্ঠির সভাপতি আসাদ হোসেন, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সভাপতি আলমগীর কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চর্চা
সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মাফুজুল ইসলাম রাজ। চর্চা সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল জানান, অনুষ্ঠানে দুইগুণীজনকে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা প্রদান করা হবে নজরুল গবেষক ডাঃ আর এ এম তারেক ও রবীন্দ্র গণসংগীত শিল্পী কামরুন মনিরা ডালিয়াকে। আলোচনা ও সংবর্ধনা শেষে সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …