সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫জন গ্রেফতার

বগুড়ায় ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫জন গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া।

গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মৌজাশাঘাতি গ্রামের গফুর আলীর ছেলে শফিকুল ইসলাম (১৯), একই উপজেলার কোটমারী গ্রামের মনির হোসেনের ছেলে শান্ত মিয়া (২৭), কাশিরাম গ্রামের মৃত তাহের আলীর ছেলে জামিরুল ইসলাম (৩২), তালুকশাঘাতি গ্রামের মকছেদুর রহমানের ছেলে মহুবুবুর রহমান (২৭), চামটারবাস গ্রামের মৃত শান্তারামের ছেলে শ্রী শ্যামল চন্দ্র রায় (৩২)।

মঙ্গলবার দুপুরে সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, লালমনিরহাট হতে ঢাকাগামী মাইক্রোবাসযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মে) দিবাগত রাতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুইটি মাইক্রোবাসের ভিতর বিশেষ কায়দায় রাখা ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫জনকে আটক করা হয়। এসময় সীমসহ ৮টি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-১২, বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীর মধ্যে জামিরুল ইসলাম ও ধৃত আসামী মহুবুবুর রহমান নামে মাদক মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এবিষয়ে মাদক মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Check Also

সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন 

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *