সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে স্মার্ট কৃষি উদ্যোক্তাদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরন

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় অনুমোদিত কৃষকদের মাঝে কম্বাাইন্ড হারভেস্টার বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার তারাপুর গ্রামের স্মার্ট কৃষি উদ্যোক্তা আশিকুজ্জামানকে ভুর্তকি মূল্য ৩০ লাখ ৭০ হাজার টাকায় হারভেস্টার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি পুর্নবাসন কমিটির সভাপতি রুমানা আফরোজ, কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, অতিরিক্ত কৃষি অফিসার দিপ্তী রানী রায়, তথ্য আপা শিউলী বেগম,বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান, মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম, উপ সহকারী ফরহাদ হোসেন, ব্লক উপ সহকারী শামছুল কুদ্দুস, ম্যাকডোলান্ড কোম্পানীর মার্কেটিং অফিসার আব্দুল কুদ্দুস প্রমুখ।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *