বগুড়া সংবাদ : রোববার ২০২৪ সালের এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলে বগুড়ার কাহালু উপজেলার মধ্যে এস এস সি পরীক্ষায় ২৫ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কাহালু তাইরুন্নেছা (পাইলট)
বালিকা উচ্চ বিদ্যালয়। ১৩ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে উচল বাড়িয়া উচ্চ বিদ্যালয়, ১১ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ভালশুন উচ্চ বিদ্যালয়, ১০ জিপিএ-৫ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ৮ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়। এছাড়া জিপিএ- ৫ জামগ্রাম উচ্চ বিদ্যালয় পেয়েছে ৬ জন, মুরইল ও আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় পেয়েছে ৫ জন করে, পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিল্যালয় পেয়েছে ৪ জন, শেখাহার ও দেওগ্রাম উচ্চ বিদ্যালয় পেয়েছে ৩ জন করে, তিনদীঘি, বড়মহর ও নারহট্র উচ্চ বিদ্যালয় পেয়েছে ২ জন করে, পাঁচগ্রাম, আড়োলা ও বাখরা বালিকা উচ্চ বিদ্যালয় পেয়েছে ১ জন করে। কাহালু টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক জানান, ফলাফলে আমি সন্তোস প্রকাশ করছি। আমি যেন এই ফলাফলের ধারা অব্যাহত রাখতে পারি সেইজন্য সকলের দোয়া কামনা করছি।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …