বগুড়া সংবাদঃ জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আজ (মঙ্গলবার) বগুড়া শহরে বিক্ষাভ মিছিল করেছে জামায়াত। সকাল সাড়ে ৭টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নেতাকর্মিরা শহরের ব্যস্ততম নামাজগড়-চারমাথা রোডে বিক্ষাভ মিছিল বের করে। বিপুল সংখ্যক নেতাকর্মি মিছিলে অ্ংশ নেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার জনগনের দাবী উপেক্ষা করে একদলীয় নির্বাচনের তামাশা করছে। কোনভাবেই এই নির্বাচনের নাটক সফল হবেনা।’ এদিকে শহরের আরও কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মিরা পিকেটিং করছে।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …