সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্রথম ধাপে ৩টি উপজেলায় নির্বাচন রাত পোহালেই

বগুড়ায় প্রথম ধাপে ৩টি উপজেলায় নির্বাচন রাত পোহালেই

বগুড়া সংবাদ : রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলার তিনটি উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  তিন উপজেলার অতি গুরুত্বপূর্ণ ইউনিয়নে মঙ্গলবার বিকালে ভোটের ব্যালট পেপারসহ সরঞ্জামাদি পাঠানো হয়েছে বলে জানান জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।তিনি জানান, যে সব দুর্গম এলাকায়, সে সব এলাকায় মঙ্গলবার বিকালে ব্যালট পেপার পাঠানো হয়েছে।বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বগুড়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২২২টি। মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ৮৭ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭১ টি।

প্রতিটি উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্রগুলোতে পুলিশ সদস্য মোতায়েনসহ র‌্যাব, পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বগুড়ায় প্রথম ধাপে তিন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের বাহিনীর সদস্যরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে। আশা করছি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷

Check Also

সিরাজগঞ্জে হেরোইনসহ ১জন মহিলা গ্রেফতার

বগুড়া সংবাদ :   র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৪ মে ২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৫৫ ঘটিকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *