বগুড়া সংবাদ : ফ্লাট বাড়ি দখল করে জীবননাশের হুমকি প্রদান ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমেরিকা প্রবাসী বগুড়া জলেশ্বরীতলা খাজাপাড়ার খাজা মাহফুজুল হক। ২০ এপ্রিল শনিবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন বগুড়া শহরের জেলা পরিষদের পেছনে তার স্বত্ব- দখলিয় ২৩.২০ শতক সম্পত্তি উপর ২টি বাড়ী রয়েছে। যাহার মধ্যে ১টি ১ তলা বিশিষ্ট বাড়ী ৭ শতক সম্পত্তির উপরে নির্মিত এবং অপরটি ৮.৫০ শতক সম্পত্তির উপরে নির্মিত ৫ তলা বিশিষ্ট প্রতি তলায় ৩টি করিয়া মোট ১৫টি ফ্লাট রয়েছে। ৭ শতক সম্পত্তির উপরে নির্মিত ১ তলা বিশিষ্ট বাড়ীটি তার ভাই-ভাতিজাগণ
যোগসাজস করে কিছু কাগজপত্র জাল-জালিয়াতিমূলে সৃষ্টি করে ১ মাসের ৩ বার হস্তান্তর দেখিয়ে অন্যত্র হস্তান্তর করে। তিনি দেশে ফিরে জাল- জালিয়াতি মূলে সৃষ্ট দলিল-দস্তাবেসের বিষয়ে জানতে পেরে আদালতে মামলা দায়ের করি। এছাড়াও তার ৫ তলা বিশিষ্ট ভবনের ২য় তলার পশ্চিমপার্শে¦র ভাড়াটিয়া আব্দুস সালাম মানিক ও বগুড়া রাজাপুর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান মিজান সহ অন্যান্যরা তার ছেলেকে ভুল বুঝিয়ে সঠিক মূল্যের অনেক কম দামে ফ্লাট ক্রয় করে। পরবর্তীতে আব্দুস সালাম মানিক ও মিজানের যোগসাজসে ধুনট উপজেলা উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালাম অন্য ফ্লাটের অংশ বিশেষ ক্রয় করে বসবাস করে। পরে অভিযুক্ত আব্দুস সালাম মানিক, মিজানুর রহমান মিজান ও আব্দুস সালামগণ অবশিষ্ট ফ্লাটগুলি সহ অবশিষ্ট সম্পত্তি ক্রয় করার জন্য বাজার মূল্যের চেয়ে কম দাম
বলায় এবং ভাই-ভাতিজাগণের জাল-যোগসাজসী কাগজপত্র সৃষ্টিতে তহসিলদার আব্দুস সালাম ও মিজান প্রত্যক্ষভাবে জড়িত থাকায় তিনি বিক্রী করতে রাজি না হওয়ায় তারা বিভিন্নভাবে হয়রানী করতে থাকে।
পরে তারা তার বিধবা বোনকে মারতে আসে এবং গালিগালাজ করে প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকি দেয়। গত ৫ এপ্রিল আব্দুস সালাম মানিক, মিজানুর রহমান মিজান, আব্দুস সালাম, মুবতাসিম ইহতিশাম অভি, তানজিম প্রমা, শামীমা আরা নীপা সহ অজ্ঞাতনামা ২/৩ জন তার ৫ তলা ভবনের পশ্চিম পার্শ্বের মূল দরজার সামনের ফাঁকা জায়গা ও তৎসংলগ্ন পায়ে চলা রাস্থাতে প্রতিবন্ধকতা সৃষ্টির কু-উদ্দেশ্যে ভাঙ্গা কাঁচ,
ভাঙ্গা টাইলস্ধসঢ়; এর অংশ ফেলে। ফেলানোর কারণ জিজ্ঞেস করলে তারা লাশ গুম করে পুতে ফেলার হুকুম দিয়ে দেয়। পরে তারা তাকে কিল-ঘুষি, লাথি মারে এবং আব্দুস সালাম কোদালের ঘাড়ি দ্বারা তাকে আঘাত করে। অন্য অভিযুক্ত অভির আঘাতে তার ডান পাজরের হাড় ভেঙ্গে যায়। তখন তিনি চিৎকার করলে নীচতলার চেম্বার থেকে মোঃ আল-আমিন রাসেল, মোঃ মানিক হোসেন মোছাঃ মনিরা মোছাঃ মাহফুজা বেগমগণ তাকে রক্ষা করার জন্য আগাইয়া আসলে অভিযুক্ত অভি, মানিক, মিজানগণ এডঃ রাসেল এর মাথায়, মুখ- মন্ডল সহ পিঠে, বুকে কিল, ঘুষি, লাথি মারতে থাকে, অভিযুক্ত আব্দুস সালাম তার
হাতে থাকা ধারালো ছোড়া দ্বারা হত্যার উদ্দেশ্যে এড. রাসেলের বাম চোখের নিচের চোয়ালে আঘাত করে। মানিক, তারা ও মাহফুজা বেগম আগাইয়া আসিলে মানিক, প্রেমা, নীপা, অভি, সালাম কিল, ঘুষি, লাথি ও কাঠের লাঠি দ্বারা আঘাত করে মানিকের বাম পা গুরুতর যখম করে। শামীমা আরা নীপা মাহফুজা বেগম শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। এডঃ রাসেলের রিয়েলমি এন্ড্রয়েড ফোন আছাড় দিয়ে ভেঙ্গে ফেলে। অভিযুক্ত আব্দুস সালাম মানিক তার নিকট হতে নগদ ৮৫ হাজার ছিনিয়ে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তিনি এবং এড. আল-আমিন রাসেল ও মানিক মোহাম্মাদ আলী হাসপাতাল বগুড়ায় চিকিৎসা গ্রহণ করে।
গত ১৩ এপ্রিল বগুড়া সদর থানায় জি.আর ৩৮১/২০২৪ মামলা দায়ের করেন। ঘটনার পর হতেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের কাছে আসামীদের গ্রেফতার, ঘটনার
সুষ্ঠু বিচার ও প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তা কামনা করেন।
Check Also
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন
বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …