বগুড়ায় ফেমা মানবিক সংস্থার উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ :বগুড়ায় ফেমা মানবিক সংস্থার (ফেমাস) উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে শহরের খাজাপাড়া এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে শতাধিক অসহায় মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক মো. আবু হানিফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুঞ্জরুল হক মুঞ্জ, ফেমা মানবিক সংস্থার প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহি সদস্য জাহিদুল ইসলাম (সুমন), ইঞ্জিঃ মনিরুল ইসলাম (মনির), মো. ইউনূস আলী, খায়রুল ইসলাম প্রমূখ।প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক আবু হানিফ বলেন, ফেমা মানবিক সংস্থা একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আসছে। প্রতিবছর বিভিন্ন ধর্মীয় উৎসবে এই সমস্ত মানুষের মাধ্যে উপহার বিরতণ করা হয়। এর ধারাবাহিকতায় এবারো শতাধিক অসহায় মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *