বগুড়া সংবাদ : শনিবার বেলা ১২টায় বগুড়া শহরে শিববাটি এলাকায় গরিব অসহায় তিন শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বগুড়া জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাজী জুয়েল এর নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ডিউক, জেলা আওয়ামী লীগ সদস্য গৌতম কুমার দাস,অনিকা তাবাসসুম অনন্যা, তাজমিলুর রহমান স্বাধীন, সমাজসেবক নওশাদুর রহমান নিশান, তাঁতী লীগ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, পৌর আওয়ামী লীগ নেতা প্রভাষক আব্দুল্লাহ আল শাফি সুজন, আহসানুল হক তানজিল, সুলতান মাহমুদ সুমন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাজু, সোবহান, সাগর, ছাত্রলীগ নেতা আসিফ শেখ, সাজু শেখ, নুর আলম, শিবলু প্রমুখ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পোলার চাল, চিনি, তেল, দুধ, দুই প্রকারের সেমাই। প্রতি বছরের মতই এই বছরও ঈদের আনন্দ নিম্ন শ্রেণীর মানুষের সাথে ভাগাভাগির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। ইতিপূর্বেও সময়োপযোগী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়। আয়োজক এই ধরনের সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ড সব সময় অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করেন।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …