বগুড়া সংবাদঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্সে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ প্রতিযোগিতায় বালিশ খেলা, ম্যারাথন দৌড়, ভলিবলসহ মোট পাঁচটি ক্যাটাগরিতে জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি ক্যাটাগরি শেষে বিজয়ীদের মাঝে তাৎক্ষণিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ প্রতিযোগিতায় বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …