সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে ইজিবাইক চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ার নন্দীগ্রাম থেকে ছিনতাই হওয়া ৮১দিন পর ইজিবাইক চোর চক্রের ৫ জনকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ২টায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এতথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া গ্রামের শাওন মিয়া (২৭), পুরান বগুড়ার পলাশ চন্দ্র ঘোষ (৪২) কাহালুর কৈগাড়ী গ্রামের জুয়েল মোল্লা (৩৫), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বোয়ালী গ্রামের আশরাফ আলী (৪০) ও একই থানার দক্ষিণ কাঠুর গ্রামের অশোক কুমার রায় (২৬)। জানা গেছে, গত ১৩ জানুয়ারি ভোরে নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের
সেলিম রেজা ব্যাটারীচালিত তিনচাকার ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছন থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কার ইজিবাইকের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেট কার থেকে চারজন নেমেই ইজিবাইকের চালক সেলিমের হাত-মুখ বেঁধে গাড়িতে তোলে। এরমধ্যে একজন সেলিমের ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। কার গাড়িতে থাকা অন্য তিনজন সেলিমকে হাত, মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের জলাশয়ে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে চালক সেলিম হোসেনকে উদ্ধার করে। এঘটনায় ইজিবাইক চালক সেলিম রেজা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করে। এরপর থেকে পুলিশ ইজিবাইক উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করতে মাঠে নামেন। অবশেষে গত বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মহাসড়কে ছিনতাই, দস্যুতা ও ডাকাতি করে জীবিকা নির্বাহ করে করতো
বলে প্রাথমিকভাবে স্বাকীর করেছেন।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *