সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি বসতঘর পুড়ে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয়রা জানান, বিকালে ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের ৬টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় মালগ্রান এলাকার আব্দুর রশিদ ও আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশন ও শাজাহানপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বগুড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাইফুল ইসলাম বলেন, বগুড়া সদর ও শাজাহানপুর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তিনি আরও বলেন, আগুনে ক্ষতিগ্রস্তরা ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

Check Also

বগুড়ায় স্কুল পড়ুয়া ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী আটক

বগুড়া সংবাদ : গত ২০ মার্চ ২০২৪ ইং তারিখ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ভরতেরছড়া এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *