বগুড়া সংবাদ : বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় সংগঠনের নিজ কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ আলম শেখ মুক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আজিজুল হাকিন রুমন। আলোচনা সভায় শুরুতেই সকল শহীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মুক্ত আলোচনা করেন সংগঠনের সকল সদস্য। এসময় ওই আলোচনা সভায় সংগঠনের সভাপতি আজিজুল হাকিন রুমন বলেন, ‘বুদ্ধিজীবী নিয়ে বেশি বেশি জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাদের লেখা বই পড়তে হবে।’ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোহনা টিভির ক্যামেরা পার্সন মনির হোসেন, কোষাধ্যক্ষ বাংলাভিশন টিভির ক্যামেরা পার্সন মতিউর রহমান সরকার মতি, বৈশাখী টিভি ক্যামেরা পার্সন সহ-সভাপতি আব্দুল বারী মামুন, এখন টিভির সিনিয়র ক্যামেরা পার্সন রবিউল ইসলাম, ক্যামেরা পার্সন বাবু, ইটিভির ক্যামেরা পার্সন রকি, এটিন নিউজ এর শফিকুল ইসলাম শফিক, ইন্ডিপেন্ডেন টেলিভিশনের ক্যামেরা পার্সন জাহিদ ও নিউজ ২৪ এর ক্যামেরা ক্যামেরা পার্সন রাজ্জাক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সভা থেকে সকল বুদ্ধিজীবী হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …