বগুড়া সংবাদ : বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ। কোনো কোনো রক্তের দাগ কখনও শুকিয়ে যায় না। বঙ্গবন্ধুর রক্তঋণ বাঙালি জাতির পক্ষে শোধ করা সম্ভব নয়। রোববার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তানসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন ও পৌরসভা। এরপর পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. ওমর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার ওসি আজমগীর হোসাইন আজম প্রমুখ। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
Check Also
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন
বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …