সর্বশেষ সংবাদ ::

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্কুল চ্যাম্পিয়ন

বগুড়া সংবাদ :  অদ্য ১৬/০৩/২০২৪ তারিখে সকাল ৯.৩০ ঘটিকায়, শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ   ক্রিকেট বোর্ড আয়োজিত, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্কুল, বগুড়া ২১ রানে পুলিশ লাইন্স স্কুল এ- কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। টসে জিতে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্কুল ৪৯.৪ ওভারে ১০উইকেটে হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে সিহাব-৬৭, মইনুল-৩১। প্রতিপক্ষের বোলার প্রিতম-৩টি, সিয়াম-২টি, রাফি-২টি করে উইকেট লাভ করে। ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২রান করে। দলের পক্ষে হুজাইফা-৪৩, সাকিব-১৩ রান করে। প্রতিপক্ষের বোলার- সিহাব-৩টি, সৈকত-২টি করে উইকেট লাভ করে। আজকের ম্যাচ পরিচালনা করে- রুবেল ও সাজু, স্কোরার- কানু । খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক, বগুড়া সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মেজবাউল করিম, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সভাপতি, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মোঃ মাসুদুর রহমান মিলন, সিআইপি, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক- অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, প্রাইম ব্যাংক বগুড়া জেলা ব্যবস্থাপন- শাহ্ধসঢ়; মোঃ আবু সালেহ এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য- ইমদাদুল রতœ, আমিনুল ফরিদ, আতিকুর রহমান আতিক, শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম স্বপন, মোঃ আলাউদ্দিন, এ্যাডোনিস বাবু তালুকদার, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ফুটবল এসোসিয়েশন এর সাবেক সহভাপতি- খাজা আবু হায়াত হিরু, পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ, বগুড়া এর অধ্যক্ষ, মোঃ শাহাদৎ আলম ঝুনু, ভেন্যু ম্যানেজার- জামিলুর রহমান জামিল, লিগ পরিচালনা কমিটি সদস্য- মাসুদ পারভেজ জেমস্ধসঢ়;, ক্লাব কর্মকর্তা প্রমুখ।

Check Also

বাংলাভিশনের ক্যামেরা পার্সন মতিউর রহমানের বাবার ইন্তেকাল

বগুড়া সংবাদ : বাংলাভিশনের বগুড়া অফিসের ক্যামেরা পার্সন  ও বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *