সর্বশেষ সংবাদ ::

বাংলার মুখ বগুড়ার সভাপতি মুন আর নেই সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের শোক প্রকাশ

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রহমান নগর নিবাসী মৃত মোসলেম উদ্দিন মন্ডল ও টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোছাঃ হাসনা বানু এর জ্যেষ্ঠ পুত্র বাংলার মুখ বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন শনিবার বেলা ১২টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪১ বছর। শনিবার তিনি বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটিতে ল পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা ডায়াবেটিকস নীল হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পারিবারিকভাবে জানানো হয়েছে, হাসিবুল হাসান মুনের দুই ভাই রয়েছে। মা অবসর জনিত ও বার্ধক্য রোগে আক্রান্ত। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও এক কন্যা রয়েছে। হাসিবুল হাসান মুন বগুড়াজিলা স্কুলের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকে মঞ্চ নাটক, সঙ্গীত ও যন্ত্র সঙ্গিত শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তার প্রথম জানাজা নামাজ সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২য় জানাজা নামাজ রহমাননগর কাজীখানা মসজিদে অনুষ্ঠিত হয়। রাতে তার জানাজা শেষে ঠনঠনিয়া ভাই পাগলা গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট
বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, বগুড়া আনন্দ কণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস
সালাম বাবু, সহ সাধারণ সম্পাদক মাহাবুব টুটুল, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্নিমা, যন্ত্রশিল্পী বিমল কবিরাজ, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড মনতেজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হাকীম এমএ মজিদ মিয়া, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কবি আব্দুর রাজ্জাক বকুল, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক কনক কুমার পাল অলক ও রবিউল করিম হৃদয়, কলেজ থিয়েটারের সভাপতি ঐশী রায়, সাধারণ সম্পাদক সিফাত, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, কাহালুর প্রভাতী থিয়েটারের আব্দুল বাছেদ তনু, বগুড়া শিশু নাট্যদল, বগুড়া ফাল্গুণী থিয়েটারের সভাপতি রুবেল মিয়া, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান, মৌসুমি নৃত্যাশ্রম, ভোর হলো, লিটল থিয়েটার, কণ্ঠশিল্পী প্রনব কুমার সান্নাল, মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, অ আ সাহিত্য সংসদের সভাপতি রবিউল আলম অশ্রু, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, বগুড়া পদাতিক এর সধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদ সহ বগুড়া সর্বস্তরের সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠন থেকে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা
হয়।

Check Also

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার উদ্যেগে সহস্রাধিক তৃষিত পথিকদের স্যালাইন পানি বিতরণ

বগুড়া সংবাদ : আজ ২৮ এপ্রিল ২০২৪ রবিবার ও গতকাল  বগুড়াতে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *