সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে চিনিকলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলামের ইন্তেকাল

বগুড়া সংবাদ : জয়পুরহাট চিনিকলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এবং রংপুর বেতারের সাবেক বেতার শিল্পি মো. নাজমুল ইসলাম (৮০) মারা গেছেন। শনিবার সকাল ১০টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর  শহরের হার্ভে স্কুল মাষ্টার পাড়া এলাকায় নিজ বাসায় গোসল করতে গিয়ে গোসল খানায় পা ফসকে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন । (ইন্নালিল্লাহি——রাজেউন। তিনি সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মৃত হসরত আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ  বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ আসর নিজ গ্রামের বাড়ি দমদমা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব সান্তাহার কলসা আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।

Check Also

কাহালুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান নক-আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ  : সোমবার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজার যুব সমাজের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *