সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে স্বামীর নির্যাতনের শিকার; গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে স্বামীর নির্যাতনের শিকার  ফাত্তাহুন নেছা মিতা (২৬) নামের এক গৃহবধূর  রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা সদরের জিনইর গ্রামে স্বামী মোমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাত তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়ে। এদিকে  ওই গৃহবধুর মরদেহ রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত প্রায় ১০ বছর আগে একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে ফাত্তাহুন নেছা মিতার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মোমিনের। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। মোমিন মাঝে মধ্যে নেশা করতো। গত কয়েক দিন ধরে তাদের সংসারের নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এ নিয়ে গত প্রায় তিন মাস  পূর্বে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওই গ্রামে বিচার শালিশও হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে মোমিন তার স্ত্রীকে মারধর করেন। এরপর ওই দিন দিবাগত রাতে ফাত্তাহুন নেছা মিতার রহস্যজনক মৃত্যু হয়।
এ ব্যাপারে জিনইর গ্রামের বাসিন্দা মিজান রহমান ও মোমিনের চাচী আফরিনা বেগম নির্যাতন করার বিষয়টি স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে মারধর করে। এরপর রাতে শয়ন কক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে দেখে ঘরের বাহির থেকে শিকল লাগানো। ঘরের ভিতর প্রবেশ করে দেখে গৃহবধু ফাত্তাহুন নেছা মিতার লাশ ঘরের তীরের সাথে ঝুলছে। নিহত গৃহবধূ ফাত্তাহুন নেছা মিতার চাচা আব্দুর রশিদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে   গিয়ে দেখি আমার ভাতিজি তার নিজ শয়ন ঘরের   তীরের সাথে যে অবস্থায় ঝুলিয়ে ছিল তাতে ঘটনাটি সন্দেহজনক মনে হয়েছে। এ জন্য পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহটি রহস্যজনক মৃত্যু হওয়ার কারনে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের  রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে।

Check Also

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার অভিযোগ, আহত ৩

বগুড়া সংবাদ :  বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *