বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ইসলামীর নির্বাচনী কার্যালয় ভাংচুরের মিথ্যা অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) উপজেলার কিচক ইউনিয়নের বেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাড: আব্দুল বাছেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সোমবার দুপুরে বেলাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যালয় নির্মাণ করতে গেলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ তাদের কাজে বাঁধা প্রয়োগ করে। এসময় স্কুল কর্তৃপক্ষ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেড ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করেন এবং ২শত টাকা জরিমানা করেন। এর পর পুনরায় তারা নির্মাণ কাজ করতে গেলে স্থানীয় লোকদের সঙ্গে বাকবিতন্ডতা হয়। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামায়াতের লোকজন স্থানীয় বিএনপির লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। যাহার কোন ভিত্তি নাই। তারা বিএনপির প্রার্থী মীর শাহে আলমের বিজয় নিশ্চিত জেনে বিএনপির বিরুদ্ধে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিএনপি পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহনের দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড: হুমায়ন কবীর, এ্যাড: আতাউর রহমান রাজু, এ্যাড: হযরত বেলাল এসডু, এ্যাড: আনিছুর রহমান, এ্যাড: রুহুল আমিন বাবু, ইউনিয়ন বিএনপি সভাপতি আনিছুর রহমান, ওসমান গণি, আব্দুল আলীম প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
