বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া):
খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্য সামনে রেখে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আলোর দূত ফাউন্ডেশনের আয়োজনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী প্রাথমিক ও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল বিতরণ ও প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৩ জানুয়ারি) বিকালে আলোর দূত ফাউন্ডেশন সভাপতি শামস উদ্দিন টগর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দায়রা জাজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি ডালু, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, উপজেলা স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম। আলোর দৃত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিুফুল ইসলাম এর সার্বিত তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট আরিফ, আমিরুল ইসলাম, আব্দুল মোমিন (নাইম), জাহিদ হাসান, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম, আইনুর, জুয়েল সহ প্রমুখ। খেলা শেষে বিজয়ী চাম্পিয়ন দলের হাতে প্রধান অতিথি একটি ছাগল পুরস্কার তুলে দেওয়া হয়। রানারআপ দলকে একটি রাজহাঁস প্রদান করা হয়। পরে ইউনিয়নের প্রতিটি পাড়ায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
