সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সরকারি ১৪ বস্তা চাল উদ্ধার মামলা দায়ের

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের সরকারি ১৪ বস্তা চাল ও মদ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে চাল ও চার বোতল মদ উদ্ধার করেন আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন। এ ঘটনায় উজ্জল হোসেন  (৩২) নামের এক ব্যক্তিকে আসামী করে আদমদীঘি  থানায় আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করে। উজ্জল হোসেন উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।

আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল  হক বিশ্বাস জানান, আদমদীঘি উপজেলার  ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পিছনে পাচারের উদ্দেশ্যে একটি গুদাম ঘরে সরকারি বস্তায় চাল রয়েছে। এমন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার   সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান  চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা চাল, চার বোতল চোলাই মদ, মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নামের মানি রিসিপ ও একটি হিসাবের খসড়া খাতা উদ্ধার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের নিশ্চিত করেন।

Check Also

আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

বগুড়া সংবাদ : ২য় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *