বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা,শিবগঞ্জ, বগুড়া ): বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা কলেজ মাঠে আগমন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে গণ-দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পীরব কলেজ মাঠে পীরব, বুড়িগঞ্জ ও মাঝিহট্ট ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। অপরদিকে বিকাল ৪ টায় শিবগঞ্জ উপজেলার কিচক উচ্চ বিদ্যালয় মাঠে কিচক, ময়দানহাট্টা ও আটমূল ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা এস.এম তাজুল ইসলাম, মাহবুব আলম মানিক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, ফজলার রহমান জয়, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ। দুপুরে মীর শাহে আলম দেউলী ইউনিয়নের গাংনগরের বাসিল্লা হরি বাসর অনুষ্ঠান পরিদর্শন করেন এবং বিকালে তারেক রহমান আগমন ও গণ-দোয়া মাহফিল সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা বিএনপি নেতা আনিছুর রহমানের সভাপতিত্বে আটমূল, কিচক ও ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
