সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় চাকুসহ একব্যক্তি আটক

 

বগুড়া সংবাদ  : সোনাতলায় একটি ধারালো চাকুসহ শিপন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় কিছু ফোর্স নিয়ে গত সোমবার বিকেলে বালুয়া ইউনিয়নের বামুনিয়া (পালপাড়া) গ্রাম থেকে একটি বার্মিজ টিপ্স চাকুসহ শিপনকে আটক করে থানায় আনে। এসআই শরিফুল জানান শিপন অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে বামুনিয়া গ্রামে গিয়েছিল। এ ব্যাপারে আটককৃত শিপনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। উক্ত শিপন বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

Check Also

বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বিএনপি’র চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *