বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছেন বিশিষ্ট ক্রিড়াবিদ ও সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো। ক্রিকেটকে এগিয়ে নিতে বগুড়ায় আন্তর্জাতিক মানে স্টেডিয়াম নির্মাণ করেছেন। উত্তরবঙ্গের সব জেলার মানুষ শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেছেন। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে আবারও বগুড়ায় আন্তর্জাতিক খেলা শুরু হবে। মহান বিজয় দিবসে স্বাধীনতার ঘোষক বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তারেক রহমান নির্বাচিত হলে উন্নয়ন বঞ্চিত বগুড়ার সকল কাজ শুরু হবে। সদরের মানুষের দায়িত্ব তারেক রহমানকে নির্বাচিত করে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ছিলিমপুর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আরিফ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, সাবেক সাংগঠনিক সম্পাতক জহুরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফিন খালিদ, আনোয়ার হোসেন আপেল, ইকরামুল কবির রকি, আব্দুস সালাম মন্ডল, মিজানুর রহমান বাবু, সুজন সরকার, আরিফুল রহমান নাঈম হোসেন, শাজাহান আলী, হায়দার আলী, আশরাফুজ্জামান, সেতু আহমেদ, নাঈম হোসেন, সোহেল উদ্দিন,রাজ্জাক, ঠান্ডু, রেজ্জাক,বাছেদ, আশিক, আল নোমান। ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
