বগুড়া সংবাদ : “শীতের উষ্ণতা ছড়াতে, আসুন শীতার্তদের পাশে দাঁড়াই” এই শ্লোগান কে সামনে রেখে শীতার্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বগুড়ার সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র সংগ্রহের চলছে। প্রতিদিন স্কুল চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত এই শীতবস্ত্র সংগ্রহ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের দল নেতা রুহান আহমেদ সাদী, উপ দল নেতা আদি, বিভাগীয় দল নেতা লাবিব, জোন সাফিন, যুব সদস্য নাফি প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
