সর্বশেষ সংবাদ ::

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও বিক্ষোভ

বগুড়া সংবাদ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪ গণ-অভ্যুত্থানের জুলাই যোদ্ধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর
ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলার ২ টায় দিকে বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রথমে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে সাতমাথায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান উজ্জ্বল, জেলা জেএসডি নেতা রেজাউল বারী দিপন, জুলাই যোদ্ধা সৈকত, রুহুল আমিন, আবুল কালাম, নাহিদ, নান্নুমতি, রকি, চাঁদ আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের জন্য সম্মুখ সারিতে থাকা জুলাই যোদ্ধাদের মধ্যে শরীফ ওসমান হাদী অন্যতম। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন দেশে গণতান্ত্রিক ধারার পুনরাগমন ঘটেছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই তাকে গুলি করে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এটি স্পষ্টভাবে আসন্ন নির্বাচনকে বানচাল করার গভীর চক্রান্ত।

তারা আরও বলেন, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হাদীর ওপর হামলার মূল উদ্দেশ্য হলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত করা। তবে জুলাই যোদ্ধারা এখনো জেগে আছে—কোনো ষড়যন্ত্রকেই এ দেশে সফল হতে দেওয়া হবে না।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Check Also

শিবগঞ্জে উৎপাদিত বাঁধাকপি ফসলের GAP প্রটৌকলের প্রচার- প্রচারণা অনুষ্ঠান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া): বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ GAP প্রোটোকল অনুসারে উৎপাদিত বাধাঁকপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *