বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়া গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে
বিশেষ দোয়া মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের সহ মুসল্লীদের ঢল।
১০ই ডিসেম্বর বুধবার বাদ আসর নশিপুর ইউনিয়ন নির্বাচনী কমিটির আয়োজনে বিশেষ দোয়া মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দোয়া’য় অংশ নেন।
শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আছর নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন নেত্রী ও দেশমাতা। এজন্য তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছেন। এমনকি তিনি বাংলাদেশের গণতন্ত্র,স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য একমাত্র শেখ হাসিনাই দায়ী। দেশমাতার অসুস্থতার কারণে সমগ্র দেশবাসী দোয়া ও প্রার্থনা করছেন। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন। এরপর বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়,
শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন, অধ্যাপক নজমুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক এমএম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দারুন,গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বিএনপি ও অঙ্গদলের এবং স্থানীয় মুসল্লীদের মধ্যে অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল বারী, আগানিহাল বিন জলিল তপন, আব্দুল হান্নান, খাইরুল ইসলাম, নুরুল ইসলাম, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, আব্দুর রহিম রঞ্জু, এনামুল হক, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, মোহসিন আলী, টুটুল তালুকদার, সম্রাট মাহারুফ, আব্দুল মতিন, আবু বক্কর সিদ্দিক শাহিন, রেজাউল করিম রেজা, বেলাল হোসেন খান, শাফিনুর রহমান জনি, মানিক মিয়া, জাহাঙ্গীর আলম মানিক,
শহিদুল ইসলাম উজ্জ্বল, ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, হাসান আলী আকন্দ, আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, মোস্তাফিজার রহমান মোস্তা, রফিকুল ইসলাম নান্টু, আপেল মাহমুদ, রফিকুল ইসলাম, আসাদুল্লা, সাইফুল ইসলাম, রাঙ্গা মিয়া, মোখলেছার রহমান, এনামুল হক, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম, জাহিদুল ইসলাম, নূর আলম, শহিদুল ইসলাম, মোহতাছিন বিল্লা মুন, মাহমুদুল হাসান মোহন, মাসুদ রানা, ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম, সুমন ইসলাম, সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
