সর্বশেষ সংবাদ ::

কাহালুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বগুড়া সংবাদ :“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ কাশপিয়া তাসরিন।

সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জানাতুল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গালাম মার্শেদ,

উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম,

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সাবেক সভাপতি প্রভাষক পি. এম. মাকছুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মিল্লাত হাসান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাজাম্মল হক, সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ,

সহকারী শিক্ষক সাবিহা সুলতানা, সদস্য ব্যবসায়ী সাগর চৌধুরী,সদস্য ছাত্রী শতাব্দী সরকার প্রমুখ। বক্তারা দুর্নীতি দমনে সকল স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিকতার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

 

Check Also

সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে বগুড়া -৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *