বগুড়া সংবাদ : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মাহফুজ ইকবাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রমুখ।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবি এর সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তারা আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃণা করতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
